ঢাকা পোস্টের রংপুর বিভাগের প্রতিনিধিদের প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা পোস্ট ডটকম’ এর রংপুর বিভাগ টিমের প্রীতি সম্মিলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ জুন) সকালে বিভাগীয় নগরী রংপুরের একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে ঢাকা পোস্টের রংপুর বিভাগ টিমের বর্তমান ও সাবেক সহকর্মীদের অংশগ্রহণে প্রীতি সম্মিলন প্রাণবন্ত ও কোলাহলে মুখরিত হয়ে ওঠে। দিনব্যাপী এ অনুষ্ঠানে গল্প-আড্ডা, স্মৃতিচারণ এবং ঢাকা পোস্টের সাথে সহকর্মীদের অভিজ্ঞতা বিনিময় ও সুন্দর মুহূর্তগুলো ছুঁয়ে যায় সবার মন।
অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে ‘অনলাইন ও টেলিভিশন সাংবাদিকতায় তারুণ্যের সম্ভাবনা ও চ্যালেঞ্জ এবং নির্বাচনী সাংবাদিকতা’ বিষয়ক আলোচনা পর্ব। এতে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার সরকার মাজহারুল মান্নান, একাত্তর টেলিশনের ব্যুরো রিপোর্টার শাহ্ বায়েজীদ আহমেদ ও ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার মাজেদ মাসুদ। সহকর্মীদের দক্ষতা বৃদ্ধি ও সুসংগঠিত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজনের জন্য ঢাকা পোস্টের প্রশংসা করেন অতিথি আলোচকগণ।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা পোস্টের রংপুর বিভাগীয় প্রধান ও নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুক। স্মৃতিচারণ পর্বে উপস্থিত সকলেই মফস্বল সাংবাদিকতাকে ঐক্য ও সম্প্রীতির মাধ্যমে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
প্রীতি সম্মিলনে উপস্থিত ছিলেন ঢাকা পোস্টের গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দ, কুড়িগ্রাম প্রতিনিধি মমিনুল ইসলাম বাবু, নীলফামারী প্রতিনিধি শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি রেদওয়ান মিলন, পঞ্চগড় প্রতিনিধি নুর হাসান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শিপন তালুকদার। এছাড়া সাবেক সহকর্মীদের মধ্যে লালমনিরহাটের নিয়াজ আহমেদ সিপন, কুড়িগ্রামের জুয়েল রানা, দিনাজপুরের মাহাবুর রহমান, সোহেল রানা ও সোহাগ গাজী, নীলফামারীর মাহমুদ আল হাসান রাফিন, পঞ্চগড়ের এসকে দোয়েল ও রনি মিয়াজী, ঠাকুরগাঁওয়ের আরিফ হাসান ও এম এ সামাদ এবং গাইবান্ধার জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও প্রতিনিধি রেদওয়ান মিলনকে গত মার্চ, এপ্রিল ও মে মাসের কাজের মূল্যায়নে মাসসেরা রিপোর্টারের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ছয় প্রতিনিধিকে বিদায়ী সংবর্ধনা এবং অংশগ্রহণকারী সকলের হাতে স্মৃতিস্মারক তুলে দেওয়া হয়।
ফরহাদুজ্জামান ফারুক/আরএআর