ফেনীতে আধিপত্য বিস্তার নিয়ে কিশোর গ্যাংয়ের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

ফেনীতে পূর্ব বিরোধ ও নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কিশোর গ্যাংয়ের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় শহরের একাডেমি রোডস্থ ফারুক হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—একাডেমি এলাকার নুর আমিনের ছেলে রিফাত (২০), ফুলগাজীর পশ্চিম ঘনিয়ামোড়া এলাকার আবদুল্লাহ আল নোমান (২০), মকবুল আহমদ সড়কের ওমর ফারুকের ছেলে জোনায়েদ হোসেন নাহিদ (১৭), একাডেমি এলাকার মো. ইব্রাহিমের ছেলে অলি উল্লাহ নোমান (১৭) ও মিদ্দা বাড়ির নুরুল আমিনের ছেলে নুর করিম (২৮)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে দুইপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় তারা পরস্পরের ওপর হামলা করে। পরে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে গুরুতর আহত আবদুল্লাহ আল নোমানকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. ফয়জুল কবীর বলেন, আহতদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। নোমানের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাত থাকায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তারেক চৌধুরী/আরকে