সাপের কামড়ের পর ওঝার ঝাড়ফুঁক, হাসপাতালে নেওয়ার পথে কৃষকের মৃত্যু

যশোরের ঝিকরগাছায় বিষধর সাপের কামড়ে মিলন সরদার (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ জুন) বিকেলে তাকে সাপে কামড় দেয়। পরে রাতে পার্শ্ববর্তী সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
মিলন সরদার উপজেলার বাঁকড়া ইউনিয়নের বড় খলসি গ্রামের কাশেম সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে স্থানীয় সাগদা মাঠে ঘাস কাটতে যান মিলন সরদার। এ সময় তাকে একটি বিষধর সাপে কামড় দেয়। ঘটনার পর স্থানীয় এক ওঝা মাধ্যমে তাকে ঝাড়ফুঁক দেওয়া হয়। পরবর্তীতে রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বাপ্পী কুমার দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, মিলন সরদার নামে বাঁকড়া এলাকার এক সাপে কাটা ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে যেটুকু জানতে পেরেছি সাপে দংশন করার পর তাকে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করা হয়। এটি না করে যদি সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে আনা হতো তাহলে হয়তো বাঁচানো যেত।
আরএআর