জরুরি মুহূর্তেও যোগ দেননি অধিকাংশ চিকিৎসক-নার্স

বরগুনা বর্তমানে ডেঙ্গুর হটস্পট। দেশের মোট ডেঙ্গু আক্রান্তের ৩২ শতাংশই এই জেলায়। প্রতিদিন শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। অথচ জরুরি মুহূর্তে পদায়ন হওয়া চিকিৎসক ও নার্সদের অধিকাংশই এখনও কাজে যোগ দেননি।
চলতি মাসে স্বাস্থ্য অধিদপ্তর বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ১০ জন চিকিৎসক ও ১০ জন সিনিয়র স্টাফ নার্স পদায়ন করে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, মাত্র পাঁচজন চিকিৎসক ও চারজন নার্স এখন পর্যন্ত যোগদান করেছেন। বাকিরা নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজে যোগ দেননি।
বছরের শুরুতে দৈনিক দুই-তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হলেও মাঝামাঝি সময়ে তা হু-হু করে বাড়ে। গত এক মাসে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় এক হাজার ৭০০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। বর্তমানে প্রতিদিন গড়ে ২০০ জনের বেশি রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন
বরগুনা হাসপাতাল সূত্রে জানা যায়, বছরের শুরুতে দৈনিক দুই-তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হলেও মাঝামাঝি সময়ে তা হু-হু করে বাড়ে। গত এক মাসে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় এক হাজার ৭০০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। বর্তমানে প্রতিদিন গড়ে ২০০ জনের বেশি রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

বরগুনা জেনারেল হাসপাতালের কনসালটেন্ট (মেডিসিন) ডা. আশিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বৃষ্টির এই সময়ে ডেঙ্গুর যে চাপ তৈরি হয়েছে তা দ্রুতই কমার সম্ভাবনা নেই। প্রশাসনের উদ্যোগ প্রশংসনীয়। তবে, বৃষ্টির পানি তিনদিন জমে থাকলে আবারও এডিস মশা বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন
তিনি বলেন, পদায়ন হওয়া চিকিৎসকরা কখন আসবেন তা কর্তৃপক্ষ বলতে পারবেন। তবে, আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি চিকিৎসা সেবা দিতে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাসকিয়া সিদ্দিকা ঢাকা পোস্টকে বলেন, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেশি। যত রোগী আসুক না কেন, চিকিৎসা দিতে হবে— এটাই আমাদের দায়িত্ব। নিয়ন্ত্রণের বাইরে কিছু নেই, আমাদের সামাল দিতেই হবে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলম ঢাকা পোস্টকে বলেন, পাঁচজন চিকিৎসক ও চারজন নার্স ইতোমধ্যে যোগ দিয়েছেন। তবে, বাকিরা যারা দূরবর্তী এলাকায় আছেন, তারা এখনও যোগ দেননি। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু তারা আদৌ আসবেন কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য নিয়েছে, হয়তো দ্রুত ব্যবস্থা নেবে।

বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেলে হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৮০ জন। বর্তমানে বরগুনার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৪২ জন। এর মধ্যে বরগুনা হাসপাতালে ভর্তি আছেন ২০৬ জন। চলতি বছর এখন পর্যন্ত জেলায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন মোট দুই হাজার ৪৯৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ২৫৩ জন।
এমএসএ