বিএডিসি কার্যালয়ে দুদকের অভিযান, নিয়ে গেছে নথিপত্র

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নোয়াখালী বীজ বিপণন কার্যালয়ের উপ-পরিচালক নুরুল আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১টা থেকে জেলা শহরের বিএডিসি বীজ বিপণন কার্যালয় এবং মান্নাননগর সংলগ্ন বিএডিসি এগ্রো সার্ভিস সেন্টারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন দুদকের নোয়াখালী জেলা শাখার উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী। তার নেতৃত্বে তিন সদস্যের একটি টিম অভিযানে অংশ নেয়।
জানা গেছে, নোয়াখালী বীজ বিপণন কার্যালয়ের উপ-পরিচালক নুরুল আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিভিন্ন সংবাদমাধ্যমে নুরুল আলমের বিরুদ্ধে মৃত ব্যক্তি ও প্রবাসীর নামে ভুয়া ব্যাংক হিসাব খুলে শ্রমিকের মজুরি আত্মসাৎ, কাজ না করেও হাজিরা দেখিয়ে অর্থ উত্তোলন, অনিয়মিত শ্রমিক ও চাষির নামে ভাতা গ্রহণ, নিম্নমানের বীজ ক্রয়, ভুয়া টেন্ডার ও ঘুষ লেনদেনসহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠে আসে। দুদকের টিম সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করে এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই-বাছাই করে। অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হয়।
অভিযান শেষে দুদকের উপ-সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী সাংবাদিকদের বলেন, বিএডিসির উপ-পরিচালক নুরুল আলমের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হয়েছে। মৃত ও প্রবাসী ব্যক্তির নামে বেতন উত্তোলন, ভুয়া হাজিরা, টেন্ডার জালিয়াতির নথিপত্র আমরা সংগ্রহ করেছি। যাচাই-বাছাই শেষে কমিশন পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
অভিযোগ অস্বীকার করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নোয়াখালী বীজ বিপণন কার্যালয়ের উপ-পরিচালক নুরুল আলম ঢাকা পোস্টকে বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এসব ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করি, ভবিষ্যতে এ ধরনের মিথ্যাচার যেন আর কোনো নিরপরাধ মানুষের বিরুদ্ধে না ঘটে।
হাসিব আল আমিন/এমএএস