ব্রিজের নামফলক ভাঙচুর, বিএনপি নেতার বিরুদ্ধে যুবককে মারধরের অভিযোগ

লক্ষ্মীপুরের কমলনগরে লাইভে এসে ব্রিজের নামফলক ভাঙায় শরীফ উদ্দিন নামে এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে। তাকে বাঁচাতে গেলে তার মা বিবি জহুরাসহ আরও ৪ জন আহত হন।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ভুক্তভোগী শরীফ তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য (মেম্বার) নিজাম উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
এর আগে রোববার (২৯ জুন) বিকেলে চরকাদিরা গ্রামে ব্রিজ এলাকায় হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী শরীফ চর কাদিরা ইউনিয়নের রব বাজার এলাকার রফিকের ছেলে। হামলাকারীরা শরীফের বাড়ি ও দুটি দোকানঘর ভাঙচুর করেছে বলে অভিযোগ করা হয়।
আহত অন্যরা হলেন শরীফের বোন রহিমা বেগম, চাচা মো. কবির ও মো. মালেক। অভিযুক্ত নিজাম তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, চরকাদিরায় ভুলুয়া নদীর ওপর গত বছর এলজিইডি একটি ব্রিজ নির্মাণ করেন। ব্রিজটি রব বাজার এলাকায় হলেও নাম দেওয়া হয়েছে ইসলামগঞ্জ চরকাদিরা ব্রিজ। এই নাম নিয়ে রব বাজার এলাকার মানুষের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। এতে শরীফ ফেসবুক লাইভে এসে নামফলক ভাঙে। এ ঘটনার জের ধরে বিএনপি নেতা নিজাম লোকজন নিয়ে এসে শরীফের ওপর হামলা চালায়। এসময় শরীফকে বাঁচাতে গেলে তার মা-বোনসহ আরও ৪ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শরীফের মা এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনার পর শরীফের বাড়ি ও দোকানেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।
বিএনপি নেতা নিজাম উদ্দিন বলেন, হামলার বিষয়ে আমি কিছুই জানি না। এগুলো আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ। ঘটনার সঙ্গে আওয়ামী লীগের লোকজন জড়িত।
ঘটনার পরদিন কমলনগর উপজেলা বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় লোকজন ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেন। এ ব্যাপারে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিদার হোসেন গণমাধ্যমকে বলেন, উভয়পক্ষই আমাদের দলীয় লোক। দুই পক্ষকে নিয়ে বসে ঘটনাটি মীমাংসা করা হবে। কেউ কথা অমান্য করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
হাসান মাহমুদ/আরকে