শ্যামনগরে চেতনানাশক স্প্রে করে দুই পরিবারে দুর্ধর্ষ ডাকাতি

সাতক্ষীরার শ্যামনগরে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। চেতনানাশক স্প্রে করে একই রাতে দুটি পরিবারকে অচেতন করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক পরিবারের ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সকাল ৮টায় ভুক্তভোগীদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাদঘাটা গ্রামের আইসিএম কৃষি ক্লাবের সভাপতি ও সাবেক ইউপি সদস্য দেবীরঞ্জন মন্ডল (৬৫) এবং তার চাচাতো ভাই ও সাবেক ইউপি সদস্য চিত্তরঞ্জন মন্ডলের (৬০) দুটি বাড়িতে একযোগে এ ডাকাতির ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, দেবীরঞ্জনের কন্যা শিউলী মন্ডল (২৫) রাত সাড়ে ১১টার দিকে তার স্বামী পলাশ মজুমদারের (৩৫) সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। হঠাৎ করে শিউলী মাথা ঘোরার কথা বলে মোবাইল হাত থেকে ফেলে দেন এবং সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে আর কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছিল না।
পলাশ মজুমদার বলেন, তিনি বাড়িতে এসে দেখেন গেটের তালা অক্ষত থাকলেও ঘরের দরজা ভাঙা। ভেতরে গিয়ে দেখেন, দেবীরঞ্জন মন্ডল, তার স্ত্রী শিখা রানী, মেয়ে শিউলী, বোন সুমিত্রা রানী সবাই অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে পাশের বাড়িতে গিয়ে চিত্তরঞ্জন মন্ডল ও তার স্ত্রীকেও একই অবস্থায় পান।
পলাশ আরও বলেন, তারা ডাকাতির সময় ঘরের পেছনের গাছে উঠে দোতলায় প্রবেশ করে। আলমারির ড্রয়ার পাওয়া গেছে ভাঙা অবস্থায়। তার শ্বশুরবাড়ি থেকে ২ জোড়া কানের দুল (২ ভরি), ১টি পাটি হার (২ ভরি), ৩টি চেইন (৪ ভরি), ৪টি আংটি (দেড় ভরি) এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা লুট করা হয়েছে। পাশের বাড়ি চিত্তরঞ্জনের পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে কী কী খোয়া গেছে তা এখনো জানা সম্ভব হয়নি।
স্থানীয় গ্রাম্য চিকিৎসক মো. ফারুক হোসেন প্রাথমিক চিকিৎসা দিয়ে চেতনানাশক স্প্রের বিষয়টি নিশ্চিত করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর মোল্লা বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পুলিশ পাঠিয়েছি। তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইব্রাহিম খলিল/এএমকে