নিষিদ্ধ আকাশমনি গাছের চারা ভেঙে ফলজ চারা উপহার দিলেন ইউএনও

নোয়াখালীর চাটখিল উপজেলায় পরিবেশবিধ্বংসী আকাশমনি গাছের চারা বহনের সময় হাতে-নাতে ধরা পড়েছে এক ব্যক্তি। পরে সেই নিষিদ্ধ চারা ভেঙে দিয়ে ওই ব্যক্তিকে পরিবেশবান্ধব চারা উপহার দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান।
মঙ্গলবার (২ জুলাই) বিকেলে চাটখিল উপজেলার পাল্লা বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে।
সরেজমিনে জানা গেছে, একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে এক ব্যক্তি পাল্লা বাজার এলাকায় আকাশমনি গাছের চারা পরিবহন করছিলেন। সে পথ দিয়ে যাওয়ার সময় বিষয়টি চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নেমে যান ইউএনও মো. মিজানুর রহমান। পরে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী নিষিদ্ধ এসব চারা জব্দ করে ভেঙে ফেলেন তিনি। এরপর ওই ব্যক্তিকে ফলজ চারা উপহার দেন ইউএনও, যাতে তিনি সঠিকভাবে গাছ লাগাতে উৎসাহিত হন।
জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চলে পানি শূন্যতা ও মাটির উর্বরতা হ্রাসের অন্যতম কারণ হিসেবে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছকে দায়ী করা হয়ে থাকে। তাই সরকার পরিপত্রের মাধ্যমে জানিয়েছে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
ইউএনও মো. মিজানুর রহমান ঢাকা পোস্টলে বলেন, ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রি পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এগুলো পানির স্তর কমিয়ে দেয়, জীববৈচিত্র্য নষ্ট করে। তাই এসব গাছ রোপণ সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা বিকল্প দেশীয় প্রজাতির গাছ লাগাতে মানুষকে উদ্বুদ্ধ করছি। পরিবেশ সংরক্ষণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
হাসিব আল আমিন/আরকে