ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬

ময়মনসিংহ সদর ও মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় আবিদ (১০) ও তানভীর (৮) নামে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে দুই স্থানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ছয়জনে। বুধবার (০৯ জুন) দুপুরে সদরের রশিদপুর ও মুক্তাগাছা উপজেলার সত্রাশিয়া এলাকায় অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) ফিরোজ তালুকদার জানান, নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয় নেত্রকোনাগামী বাসের। এতে ঘটনাস্থলেই মারা যান রিপন মিয়া (৩০) ও বাবলু মিয়া (৪২) নামে দুই ব্যক্তি।
পরে এ ঘটনায় আহত আরও চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে নিহত রিপন মিয়ার ছেলে আবিদের (১০) মৃত্যু হয়।
অন্যদিকে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আকন্দ জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অপরূপা পরিবহনের যাত্রীবাহী বাস সত্রাশিয়া বাজারের কাছে বিপরীতমুখী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে আহত হয় ওই অটোরিকশায় থাকা চালকসহ সাতজন।
পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে অটোরিকশার চালক আমিনুল ইসলাম (৩৫) ও রিতা আক্তার (২১) নামে দুজন মারা যায়।। পরে সন্ধ্যায় মারা যায় তানভীর (৮) নামে আরেক শিশু। তারা অটোরিকশায় করে বিয়ের দাওয়াত খেতে ওই এলাকায় যাচ্ছিলেন।
উবায়দুল হক/এমএমআর