সরকার ঘোষিত সময়েই নির্বাচন হবে : ধর্ম উপদেষ্টা

সরকার ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন।
শনিবার (৫ জুলাই) বান্দরবান সদরের মেঘলা পর্যটন এলাকায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিফলক ভিত্তি ফলক উন্মোচন শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, এটি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই, সরকার নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ধরনের বিভ্রান্তিতে কান না দিতে জনগণের প্রতি আহ্বান রইল।
তিনি আরও বলেন, ইসলামিক সমাজের উন্নয়ন, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে মসজিদগুলোর ভূমিকা অপরিসীম।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, প্রকল্প পরিচালক শহিদুল আলম, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, বান্দরবান পৌরসভার প্রশাসক মঞ্জুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
শহীদুল ইসলাম/এমএ