বরগুনায় ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত ১০২ জন, হাসপাতালে ভর্তি ২২৭

বরগুনায় কমছে না ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১০২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালেই ভর্তি হয়েছেন ৭৬ জন। হাসপাতালটিতে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ১৬৬ জন।
বরগুনা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৭৬ জন। জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি রয়েছেন ২৬ জন। এর মধ্যে বামনায় ও তালতলীতে ৭ জন করে ১৪ জন এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ১২ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২২৭ জন।
এ বছর জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ৪৫৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে শুধু বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৭০ জন রোগী। জেলার বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ২৩২ জন। এছাড়াও বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৬ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তবে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলায় আরও অন্তত ২২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, প্রতিদিনই প্রায় ৭০-৮০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এছাড়াও আক্রান্ত অনেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতেও চিকিৎসা নিচ্ছেন। তবে সব রোগীরা যদি হাসপাতালে এসে ভর্তি হয়, তাহলে হাসপাতালে জায়গা দেওয়ার ব্যবস্থা নেই।
তিনি আরও বলেন, বর্তমান অবস্থা থেকে রোগীর সংখ্যা আরও বৃদ্ধি পেলে বাইরে থেকে আমাদের সহযোগিতার প্রয়োজন হবে। ইতোমধ্যে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন ধরনের চিকিৎসা উপকরণ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। তবে এভাবে রোগী বৃদ্ধি পেলে একটা সময়ে আমাদের সকল স্টোরেজই খালি হয়ে যাবে। স্বাস্থ্য অধিদপ্তর সকল বিষয়ে খোঁজ রাখছে।
আব্দুল আলীম/আরএআর