মামলা দেওয়ায় মোটরসাইকেলে আগুন দিলেন চালক

বরগুনায় হেলমেট ও কাগজপত্র না থাকায় ট্রাফিক পুলিশ মামলা দেওয়ায় নিজের মোটরসাইকেলে আগুন দিলেন নজরুল নামের এক চালক। তিনি পেশায় একজন ভাড়ায় মোটরসাইকেল চালক এবং বরগুনা পৌরশহরের উকিল পট্টি নামক এলাকার বাসিন্দা।
রোববার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা পৌরসভার সদর রোড এলাকার মাছ বাজার সংলগ্ন ট্রাফিক বক্সের সামনে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, নজরুল ডেঙ্গু আক্রান্ত স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে যান। সেখান থেকে তিনি একা মোটরসাইকেল নিয়ে পৌরসভার সদর রোড এলাকার মাছ বাজার সংলগ্ন ট্রাফিক বক্সের সামনে এলে তাকে থামার ইশারা করেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এ সময় তার কাছে কাগজপত্র দেখতে চাইলে তিনি সঙ্গে কাগজ নেই বলে জানান। এরপর তাকে কাগজপত্র নিয়ে আসার সুযোগ দেয় পুলিশ। কাগজ আনার পর হেলমেট না থাকায় মামলা দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দেন নজরুল।
নজরুল বলেন, আমার স্ত্রী ডেঙ্গু জ্বরে আক্রান্ত। মোটরসাইকেল চালিয়ে বাসায় যাওয়ার সময় ট্রাফিক পুলিশ আমার গাড়ি থামায়। পরে তাদেরকে আমার স্ত্রী অসুস্থের কথা জানালেও তা না শুনে কাগজপত্র দেখতে চায়। পরে আমার ছেলে বাসা থেকে গাড়ির কাগজ এনে দেখালেও হেলমেটের জন্য মামলা দেয় পুলিশ।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট শাহাবুদ্দিন বলেন, যখন ইশারা দিয়ে তাকে আমরা থামিয়েছি তখন তার হেলমেট ছিল না। গাড়ির কাগজপত্র দেখতে চাইলে তাও সঙ্গে নেই বলে জানায়। পরে গাড়িটি আমাদের হেফাজতে রেখে কাগজপত্র আনতে বললে তিনি জরুরি কাজ আছে বলে কাগজ আনতে পারবে না বলেন। এরপর নাম ঠিকানা লিখে রেখে কাগজ দেখিয়ে গড়িটি আমাদের হেফাজত থেকে নিয়ে যেতে বলা হয়। এছাড়াও কাগজ দেখাতে পারলে শুধু হেলমেট না থাকায় হেলমেটের মামলা হবে বলেও জানানো হয় নজরুলকে। পরে শুধু হেলমেট না থাকায় হেলমেটের মামলা দেওয়ায় তিনি তার মোটরসাইকেলে আগুন দেন।
এ বিষয়ে বরগুনা ট্রাফিক বিভাগের টাউন ইন্সপেক্টর (প্রশাসন) মেহেদী হাসান বলেন, হেলমেট ছাড়া গাড়ি চালানোর সময় নজরুল নামে একজনকে থামানো হয়। পরে তার কাগজপত্র দেখতে চাইলে তার স্ত্রী অসুস্থ এবং কাগজ বাড়িতে আছে বলে জানায়। তবে নিয়ম হচ্ছে গাড়ির কাগজ সঙ্গে রাখতে হবে। তবে তাকে কাগজ নিয়ে আসার জন্য সময়ও দেওয়া হয়। পরবর্তীতে হেলমেট ছাড়া গাড়ি চালানোর দায়ে নজরুলকে একটি হেলমেটের মামলা দেওয়া হয়।
স্ত্রীর অসুস্থতার বিষয়ে জানানোর পরেও মামলা দেওয়ার বিষয়ে তিনি বলেন, সড়কে যাদের কাগজ পত্র থাকে না তারা অনেক সময় অনেক কিছুই বলে। তবে বিষয়টি জেনে সকল কিছু বাদ দিয়ে শুধু হেলমেটের মামলা দেওয়া হয়েছিল। আইনগতভাবে কাগজপত্র সঙ্গে না থাকায় প্রত্যেকটি ধারায় মামলা হয়। তবে এ ঘটনায় ক্ষুব্ধ না হয়ে মানবিকভাবে এসপি স্যারের কাছে লিখিত আবেদন করতে পারতেন তিনি।
আব্দুল আলীম/এমএএস