রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রশিবিরের মৌসুমি ফল বিতরণ

রাজনীতি নিষিদ্ধ ঘোষিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে প্রকাশ্যে মৌসুমি ফল বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।
রোববার (৬ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের একাধিক আবাসিক হলে আম বিতরণ করা হয় বলে নিশ্চিত করেছেন একাধিক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আব্দুস সালাম ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলে আমের ঝুড়ি নিয়ে কয়েকজন সিনিয়র ছাত্র ঘুরে ঘুরে ফল বিতরণ করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে প্রকাশ্যে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করেছে সংগঠনটি।
জানা গেছে, ২০২৩ সালের ৯ আগস্ট নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। ওই বৈঠকে ছাত্র ও শিক্ষকদের অংশগ্রহণে সংঘাত-সহিংসতার আশঙ্কা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসন জানায়, রাজনীতি ছাড়া বিশ্ববিদ্যালয় পরিচালনায় তারা ‘শূন্য সহনশীলতা’ নীতি অবলম্বন করবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রশাসনের নাকের ডগায় ছাত্রদল ও ছাত্রশিবিরের একের পর এক কার্যক্রম চললেও তাদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ক্যাম্পাসজুড়ে গুঞ্জন রয়েছে, প্রশাসনের একাংশের নীরব সমর্থনেই এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।
মো. আব্দুল্লাহ নামের বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী ঢাকা পোস্টকে বলেন, আমরা রাজনীতি চাই না, চাই পড়ালেখার সুষ্ঠু পরিবেশ। কিন্তু প্রশাসনের নীরবতায় এখন শিবিরের প্রকাশ্য কার্যক্রমে আমরা আতঙ্কিত। কেউ প্রতিবাদ করলেও নিরাপত্তাহীনতায় পড়তে হয়।
আরেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে ঢাকা পোস্টকে বলেন, নিষিদ্ধ রাজনীতি যদি এভাবে প্রকাশ্যে হয়, তাহলে নিষিদ্ধ ঘোষণার মানে কী? এটা তো প্রশাসনের ব্যর্থতা। রাজনীতি নিষিদ্ধ নাটক বাদ দিয়ে প্রকাশ্যে করে দিক। ছাত্রদল নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলের দাবি তুলেছিল। সবাই রাজনীতি করুক।
এ বিষয়ে নোবিপ্রবি শাখা শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আফম আরিফুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমি বিষয়টি জেনেছি। তবে আমাদের ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ। এখানে কোনো দল কার্যক্রম চালাতে পারবে না আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
হাসিব আল আমিন/আরকে