জয়পুরহাটে সর্বোচ্চ ৯৬ জনের করোনা শনাক্ত

জয়পুরহাট জেলায় বুধবার (৯ জুন) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলায় এটি এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। নতুন শনাক্ত ৯৬ জনকে নিয়ে জেলায় করোনা সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৭৯।
বৃহস্পতিবার (১০ জুন) সকালে জেলা সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় আরটিপিসিআর-র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১০১ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্ত হওয়া ১০১ জনের মধ্যে ৫ জনের দ্বিতীয়বার টেস্টে পজিটিভ এসেছে। অর্থাৎ নতুন শনাক্ত রোগী ৯৬ জন। নতুন শনাক্তের হার ২১ দশমিক ৯১ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয়ের করোনা-সংক্রান্ত দৈনিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি জুন মাসের ১০ দিনে জেলায় ১ হাজার ৬৯০ জনের নমুনা পরীক্ষায় ৪৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৯২ শতাংশ। প্রতিদিন গড়ে শনাক্ত হয়েছে ৪৪ জন। এই ১০ দিনে জেলায় করোনায় মারা গেছেন ২ জন।
জয়পুরহাটে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ১০ মার্চ। সেই থেকে আজ পর্যন্ত ১৭ হাজার ২৪৪ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ১৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছে ১৬৩৮ জন।

সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী ঢাকা পোস্টকে বলেন, বর্তমানে করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন ৪৩৪ জন। তাদের মধ্যে ৩৪ জন হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন। অন্যরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন।
১ জুন থেকে ১০ জুন পর্যন্ত করোনা পরীক্ষা হওয়া নমুনায় শনাক্তের হার ২৫ শতাংশের ওপরে। এটা দেখে সাম্প্রতিক সময়ের মধ্যে সংক্রমণের হার যেভাবে বাড়ছে, তাতে স্বস্তির কিছু নেই। কারণ, ১০ শতাংশের ওপর সংক্রমণ হার উদ্বেগজনক। আমাদের সবাইকে সচেতন হয়ে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এদিকে গত সোমবার (৭ জুন) থেকে প্রতিদিন বিকেল ৫টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত জয়পুরহাট ও পাঁচবিবি পৌরসভা এলাকায় বিধিনিষেধ আরোপ করেছিল জেলা প্রশাসন।
চম্পক কুমার/এনএ