বাগেরহাটে যুবকের মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে বাগান থেকে সঞ্জয় কর্মকার (২৮) নামের এক যুবকের গলায় রশি দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৬ জুলাই) বিকেলে সন্ন্যাসী বাজার সংলগ্ন আফজাল হোসেনের বাড়ীরর বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও পরিবারের ধারণা পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। সঞ্জয় কর্মকার শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন।
নিহত সঞ্জয় কর্মকার উপজেলার বানিয়াখালী গ্রামের নারায়ন কর্মকারের ছেলে। নিহতের বড় ভাই নরেশ কর্মকার সন্ন্যাসী বাজারে ব্যবসা করায় ভাইয়ের সাথেই বাজার সংলগ্ন আফজাল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
নিহতের ভাই নরেশ কর্মকার বলেন, বৌয়ের সঙ্গে বিরোধ ও শ্বশুরবাড়ির লোকজনের দেওয়া মানসিক চাপে বিষন্নতায় ভুগছিল সঞ্জয়। এই কারণেই আত্মহত্যা করতে পারে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হবে।
শেখ আবু/আরকে