ঠাকুরগাঁওয়ের সেই ব্রিজের সংযোগ সড়ক সংস্কার করলো এলজিইডি

ভেঙে গেছে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজের সংযোগ সড়ক। গত তিন মাস ধরে ১০ ইউনয়নের লক্ষাধিক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা সড়ক দিয়ে যাতায়াত করছে। ফলে ঝুঁকিতে রয়েছে ব্রিজটি। এ নিয়ে সংবাদ প্রকাশ করায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা। এরপর ভাঙা সড়কটি সংস্কার করা হয়।
গত ৩০ জুন ঢাকা পোস্টে ‘ঠাকুরগাঁওয়ে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, লক্ষাধিক মানুষের ভোগান্তি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি ঠাকুরগাঁও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নজরে আসে। এরপর সোমবার (৭ জুলাই) দুপুরে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের আসান নগরের খড়িবাড়ি এলাকায় লক্ষাধিক মানুষের যাতায়াতের জন্য টাঙ্গন নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২৫০০.০০ মিটার দৈর্ঘ্যের পিএসসি গার্ডার ব্রিজের সংযোগ সড়কটি ইট, বালু ও মাটি দিয়ে সংস্কারের কাজ শুরু করে এলজিইডি কর্তৃপক্ষ।

এদিকে ঢাকা পোস্টের সংবাদ প্রকাশের কয়েকদিনের মধ্যে রাস্তা সংস্কার হওয়ায় আনন্দে আত্মহারা ১০ ইউনিয়নের মানুষজন। তারা বলেন, এই ব্রিজ পার হয়ে কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ প্রতিদিন যাতায়াত করে। আমাদের যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়ক। এলাকার কৃষিপণ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য আনা-নেওয়া করতে প্রতিদিন শতাধিক মাহিন্দ্রা-পাওয়ার ট্রিলার গাড়ি চলাচল করে। দুই মাস আগে ব্রিজটির এক পাশের সংযোগ সড়ক ভেঙে যায়। এরপর থেকে ব্রিজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো লাভ হয়নি। কিছু দিন আগে ঢাকা পোস্টে সংবাদ প্রচার হলে এলজিইডির টনক নড়ে। আমরা এলাকাবাসীর পক্ষে থেকে ধন্যবাদ জানাই ঢাকা পোস্ট সংবাদমাধ্যমকে ও এলজিইডিকে দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি মেরামত করে দেওয়ার জন্য।
ঠাকুরগাঁও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, কয়েক দিন আগে ঢাকা পোস্টে একটি ব্রিজের সংযোগ সড়ক নিয়ে সংবাদ প্রচার হয়। সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়। এরপর সদর উপজেলা ইনঞ্জিয়ারদের সেই ব্রিজটি পরিদর্শনের নির্দেশ দেয়। পরিদর্শন শেষে তারা জানান সড়কটি অর্ধেক অংশ ভেঙে গেছে। যেহেতু এই মুহূর্তে বড় কোনো বরাদ্দ নেই তাই সাময়িকভাবে চলাচলের জন্য ইট, বালি ও মাটি দিয়ে মেরামত করে দেওয়া হয়েছে। পরে বরাদ্দ নিয়ে পুনরায় সড়কের কাজ করা হবে।
আরও পড়ুন
তিনি আরও বলেন, এর আগেও রাস্তা-ব্রিজের সমস্যা নিয়ে ঢাকা পোস্টে অনেক সংবাদ প্রচার হয়েছে। আমরা সেই সংবাদের সূত্র ধরে সরেজমিনে গিয়ে তদন্ত করেছি। ঢাকা পোস্ট যে সংবাদগুলো প্রচার করেছে সেগুলো জনগুরুত্বপূর্ণ। সেজন্য ঢাকা পোস্টকে ধন্যবাদ। আমরা সেগুলোর তালিকা করে এরইমধ্যে ঢাকা পাঠিয়েছে। আশা করি দ্রুত সময়ে মধ্যে কাজ শুরু করতে পারব।
এর আগে, ২০১৯ সালে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের আসান নগরের খড়িবাড়ি এলাকায় লক্ষাধিক মানুষের যাতায়াতের জন্য টাঙ্গন নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২৫০০.০০ মিটার দৈর্ঘ্যের পিএসসি গার্ডার ব্রিজটি নির্মাণ করেন। সাড়ে ৬ কোটি টাকার ব্যয়ে কাজটি পান স্থানীয় মো. জামাল হোসেন নামে এক ঠিকাদার। গত বছরের ২ মার্চ ব্রিজটি উদ্বোধন করা হয়।
রেদওয়ান মিলন/এএমকে