প্রশিক্ষণ শুরু হলো বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে

সুনির্দিষ্ট কারণ ছাড়া বন্ধ করার ৯ দিন পর প্রশিক্ষণ শুরু করেছে বরিশাল জেলা শিক্ষকলা একাডেমি। কালচারাল কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্ত স্বাক্ষরিত এক নোটিশে বুধবার (৯ জুলাই) থেকে প্রশিক্ষণ কার্যক্রম চালুর ঘোষণা দেওয়া হয়। এর মাধ্যমে প্রায় ১২০০ প্রশিক্ষণার্থীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
জানা গেছে, চুক্তি নবায়ন না করা প্রশিক্ষকদের অনুরোধ করে আপতত ক্লাস চালিয়ে যাওয়ার জন্য বলেন অসিত বরণ দাশগুপ্ত।
এদিকে নতুন করে প্রশিক্ষক চুক্তিবদ্ধ করতে বিজ্ঞপ্তি প্রচার করেছে শিল্পকলা একাডেমি।
এর আগে কোনো কারণ না দিখিয়ে ৩০ জুন স্বাক্ষরিত এক নোটিশে প্রশিক্ষণ বিভাগের কার্যক্রম বন্ধ করেন কালচারাল কর্মকর্তা। এ নিয়ে ৬ জুলাই সংবাদ প্রচার করে জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্ট। সংবাদ প্রচারের এক দিনের মধ্যেই ক্লাস চালুর ঘোষণা দেন অসিত বরণ দাশগুপ্ত।
অভিযোগ রয়েছে, কালচারাল কর্মকর্তা তার ব্যক্তিগত পছন্দের লোকদের প্রশিক্ষক হিসেবে নিযুক্ত করতে পূর্বের প্রশিক্ষকদের নবায়ন না করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এমনকি আগে দায়িত্ব পালনকারী প্রশিক্ষকবৃন্দের বকেয়া সম্মানিও এখনো পরিশোধ করা হয়নি।
এসব বিষয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এএফএম নূরুর রহমান বলেন, প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ রাখলে প্রশিক্ষণার্থীরা সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিরুৎসাহিত হবেন। বিষয়টি অবহিত হওয়ার পর দ্রুত সময়ে কার্যক্রম শুরুর জন্য বলা হয়েছে।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর