দুপুরের খাবার খেয়ে ৪ জন অচেতন, কিছুই হয়নি দুই শ্রমিকের

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাঠে কাজ করার সময় দুপুরের খাবার খেয়ে একই পরিবারের তিন জনসহ ৪ জন অচেতন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৯ জুলাই) দুপুরের দিকে ওই উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর চড়তা গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থরা হলেন, ওই গ্রামের মৃত নজির উদ্দীনের ছেলে আব্দুল সামাদ (৫০), তার স্ত্রী আনজুমান (৪০), ছেলে আতিকুর রহমান (২২) এবং তার আত্মীয় ৫ বছরের শিশু খাদিজা।
স্থানীয়রা জানান, সকালে আব্দুল সামাদ ও তার ছেলে আতিকুর রহমান দুইজন শ্রমিক নিয়ে মাঠে কাজ করছিলেন। পরে শ্রমিকদের বাড়িতে খাওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়। শ্রমিকরা খেয়ে মাঠে ফিরে আসেন। এরপর সামাদের স্ত্রী আনজুমান স্বামী, ছেলে ও আত্মীয় শিশুটির জন্য খাবার নিয়ে মাঠে যান। খাবার খাওয়ার পরপরই চারজনই হঠাৎ অচেতন হয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে স্থানান্তর করেন।
স্থানীয়রা আরও জানান, অসুস্থ চারজনের মুখ থেকে ফেনা বের হচ্ছিল এবং তারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। ধারণা করা হচ্ছে, খাবারের মধ্যে কোনো অচেতন করার উপাদান মেশানো ছিল। তবে আশ্চর্যজনকভাবে, একই খাবার খাওয়া দুই শ্রমিক সুস্থ রয়েছেন।
বালিয়াডাঙ্গী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
রেদওয়ান মিলন/এমএএস