দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৭.০৩ শতাংশ

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার রংপুর বিভাগের দিনাজপুর শিক্ষা বোর্ডে গড়ে ৬৭ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দেশের সবগুলো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেছে। প্রতিবছরের মতো এবার ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি।
জানা গেছে, চলতি বছর দিনাজপুর বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৮২ হাজার ৪১০ জন শিক্ষার্থী। পাস করেছেন ১ লাখ ২২ হাজার ১৪৬ জন। ফেল করেছে ৬০ হাজার ৮৮ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীর পাঠানো পরিসংখ্যানে এ তথ্য জানা যায়।
এবারের পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভাল ফলাফল করেছে। এবার ছাত্রীদের পাশের হার ৬৯ দশমিক ৭৮ এবং ছাত্রদের ৬৪ দশমিক ৩৮।
মোট জিপিএ প্রাপ্ত ১৫০৬২ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৭৫১৬ ও ছাত্রী হচ্ছে ৭৫৪৬ জন। ২৭৮২ টি স্কুলের মধ্যে শুন্য পাশের হার স্কুলের সংখ্যা ১৩টি। শতকরা ১০০ ভাগ পাশ স্কুলের সংখ্যা ৪৮ টি।
উল্লেখ্য, গত বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের পাশের হার ছিল ৭৮ দশমিক ৪৩। সেই হিসাবে এবারে পাশের হার কমেছে। জিপিএ প্রাপ্তিতেও এই হার কমেছে। গতবার জিপিএ পেয়েছিল ১৮ হাজার ১০৫। এবার পেয়েছে ১৫ হাজার ৬২ জন।
ফরহাদুজ্জামান ফারুক/আরকে