গাইবান্ধার দুই স্কুলে শতভাগ ফেল

গাইবান্ধার দুটি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় একজনও শিক্ষার্থী পাস করেনি।
বিদ্যালয় দুটি হলো গোবিন্দগঞ্জ উপজেলার “বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয়” এবং সাঘাটা উপজেলার “গরিদাহা উচ্চ বিদ্যালয়”।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান।
জানা গেছে, গরিদাহা উচ্চ বিদ্যালয় থেকে ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ছিল ১০ জন এবং মানবিক বিভাগে ১৪ জন। তবে কেউই উত্তীর্ণ হতে পারেনি। ২০০০ সালে এমপিওভুক্ত হওয়া এই বিদ্যালয়ে বর্তমানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা ১৭ জন, যার মধ্যে শিক্ষক ১২ জন।
অন্যদিকে, গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ৬ জন শিক্ষার্থী। তারা সবাই মানবিক বিভাগের। বিদ্যালয়টি ২০২২ সালে এমপিওভুক্ত হয়। এখানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা ১২ জন, যার মধ্যে ১০ জন শিক্ষক।
আরও পড়ুন
গরিদাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শাহেদা বেগম বলেন, এবারের প্রশ্ন অনেক হার্ড (কঠিন) হয়েছিল। এজন্য সবাই ফেল করেছে। সবাই একটি বা দুটি করে বিষয়ে ফেল করেছে। এখনো মার্কশিট বের করিনি, এজন্য কে কোন কোন বিষয়ে ফেল করেছে তা বলতে পারছি না।
এ বক্তব্য দেওয়ার পর তিনি ফোন কেটে দেন এবং পরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
অন্যদিকে, বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসাইন বলেন, এটি আমাদের স্কুলের প্রথম এসএসসি ব্যাচ। আমরা ২০২৩ সালের নভেম্বর মাসে বোর্ডের অনুমতি পেয়েছি, অথচ রেজিস্ট্রেশন শেষ হয়েছিল তার আগের মার্চে। ফলে শিক্ষার্থী সংখ্যা এবং ফলাফল দুটোই খারাপ।
তিনি আরও বলেন, ৬ জন পরীক্ষার্থীর মধ্যে একজন গণিতে ফেল করেছে, বাকিরা দুই-তিনটি বিষয়ে ফেল করেছে।
জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান বলেন, একটি বিদ্যালয়েরও শতভাগ শিক্ষার্থী ফেল করা অত্যন্ত দুঃখজনক। এখানে দুটি প্রতিষ্ঠানেই এমন হয়েছে। বোর্ড থেকে বিষয়টি নিয়ে নোটিশ দেওয়া হবে। আমরা শিক্ষক এবং সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের কাছ থেকে ব্যাখ্যা চাইব।
রিপন আকন্দ/এমজে