১৭ জন শিক্ষার্থী, পাস করলেন মাত্র তিনজন

চলতি বছরের এসএসসি পরীক্ষায় কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাধারণ শাখা থেকে ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র তিন জন উত্তীর্ণ হয়েছেন। বাকি ১৪ জন অকৃতকার্য হয়েছেন।
কুমিল্লা শিক্ষাবোর্ডের ঘোষিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে।
কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, বুড়িচং উপজেলার হরিপুর উচ্চ বিদ্যালয়ে সাধারণ শাখায় মোট ১৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৩ জন সব বিষয়ে পাস করেছে। ওই বিদ্যালয়ে ১৭ জন শিক্ষক বিভিন্ন বিষয়ে কর্মরত থেকে পাঠদান করছেন।
অকৃতকার্য হওয়া ১৪ শিক্ষার্থীর মধ্যে ১২ জনই গণিতে অকৃতকার্য হয়েছেন। কেউ আবার ইংরেজি এবং গণিত দুই বিষয়েই অকৃতকার্য হয়েছেন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আবুল কাশেম ঢাকা পোস্টকে বলেন, সাধারণ শাখায় ১৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে তিনজন পাস করেছে। কিন্তু আমাদের ভোকেশনাল শাখায় ৫৪ জন পরীক্ষা দিয়ে ৩১ জন পাস করেছে। তার মধ্যে দুজন জিপিএ-৫। আমি এই স্কুলে যোগদান করেছি বছর দেড়েক আগে। বিদ্যালয়ের অভিভাবকরা একটু অসচেতন। আমরা পরবর্তী বছরগুলোতে এই সমস্যা নিরূপণ করে ভালো ফলাফল করবো ইনশাআল্লাহ।
আরও পড়ুন
বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান ঢাকা পোস্টকে বলেন, এবার যে পরীক্ষা হয়েছে সেটি শতভাগ স্বচ্ছতার সাথে নেওয়া হয়েছে। যে ফলাফলটি হয়েছে সেটি সঠিক হয়েছে। ফলাফল নিয়ে আমরা হতাশ নই। আমরা আশাবাদী। আগে শিক্ষার্থীদের যে নকল নির্ভরতা ছিল সেটি থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের এটা বিশ্বাস করতে হবে লেখাপড়া ছাড়া পরীক্ষায় পাস করা যায় না। ওই বিদ্যালয়ের সকলকে নিয়ে বসা হবে। সামনের বছরগুলোতে যেন ফলাফল এমন না হয়।
আরিফ আজগর/এনএফ