মিটফোর্ডে বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মাদারীপুরের শিবচরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। শুক্রবার রাত ১১ টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর শাখার উদ্যোগে বিক্ষো়ভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়। পরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ৭১ চত্ত্বরে এসে শেষ হয়। এসময় সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আলেম সমাজসহ শতাধিক নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, “চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পাথর মেরে এতো নৃশংস ভাবে হত্যা করা এর আগে কোন দিন দেখি নাই। এখনই সময় সন্ত্রাসী চাঁদাবাজদের বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। এসব হত্যাকাণ্ড ও চাঁদাবাজি করার জন্য ৫ আগষ্ট আসে নাই। আমরা ভেবেছিলাম স্বৈরাচার সরকার পালানোর শান্তিতে থাকতে পারবো, ব্যবসা করতে পারবো, চলাচল করতে পারবো। কিন্তু তা হলো না, দেখলাম নৃশংসতা। একদলকে তাড়ানোর পর আরেক দল আবার শুরু করে দিছে।”
এসময় চাঁদাবাজদের উদ্দেশ্যে হুংকার দিয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার নেতারা বলেন, “আমরা যদি মাঠে নামি তাহলে তোমরা ঘরে ফিরে জেতে পারবা না। এদেশে হয় চাঁদাবাজরা থাকবে, নাহয় আমরা থাকব। বিএনপিকে উদ্দেশ্য করে তারা আরও বলেন, এদেশে আরও একটা ৫ই আগষ্ট যেন না করতে হয়।”
এসময় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান শিবচর ইসলামি আন্দোলনের নেতাকর্মীরা।
এ সভায় বক্তব্য রাখেন, শিবচর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি হাফেজ মাওলানা জাফর আহমেদ, স্থানীয় সাব রেজিস্ট্রার জামে মসজিদের ইমাম মুফতি বজলুর রহমান আরেফী, শিবচর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, ইসলামি যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, কৃষিবিদ শাহীন শিকদারসহ অনেকেই।
আকাশ আহম্মেদ সোহেল/এসএমডব্লিউ