চা দিতে দেরি হওয়ায় রেস্টুরেন্ট কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা

সিলেটে চা দিতে দেরি হওয়া নিয়ে তর্ক-বিতর্কের পর দিনার আহমদ রুমন (২২) নামে এক রেস্টুরেন্ট কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (১৩ জুলাই) সকালে নগরীর কাজিরবাজার মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দিনার আহমদ রুমন দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের শবদুলপুর গ্রামের মৃত তকলিছ আহমদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে এক যুবক চা খেতে রেস্টুরেন্টে আসেন। চা পরিবেশনে কিছুটা দেরি হলে তার সঙ্গে কর্মচারী রুমনের কথা কাটাকাটি হয়। স্থানীয়রা তাদের শান্ত করেন। কিছুক্ষণ পর ওই যুবক আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে রুমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় রুমনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর রেস্টুরেন্টটি বন্ধ পাওয়া যায়। রেস্টুরেন্টের মালিক নিরু মিয়া বলেন, সকালবেলা এক যুবকের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়েছিল, পরে সে লোকজন ডেকে এনে রুমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মাসুদ আহমদ রনি/আরএআর