মিটফোর্ডে হত্যাকাণ্ডের প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ঢাকার মিটফোর্ড হাসপাতাল চত্বরে যুবদল কর্মী ও ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং মেডিকেল কলেজ শাখা ছাত্রদল।
বিক্ষোভ সমাবেশে জামাত ও শিবির কর্তৃক বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটুক্তিরও প্রতিবাদ জানিয়েছেন বিক্ষোভকারীরা।
রোববার (১৩ জুলাই) দুপুরে ময়মনসিংহ নগরীর প্রধান প্রধান সড়কে এই বিক্ষোভ মিছিল শেষে নতুন বাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা।
এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, শাহিদুল আলম খসরু, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজু, জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে একই সময়ে যুবদল কর্মী সোহাগ হত্যাকান্ডের বিচার দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও মেডিকেল কলেজ ছাত্রদল। এতে উপস্থিত ছিলেন ড্যাব নেতা ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী, ডা. পারভেজ সামস, ডা. মোহাম্মদ ইসহাক, ডা. আমিনুল ইসলাম, ডা. আমিনুল ইসলাম শামীম, ডা. এমদাদুল্লাহ খান, ডা. শাহাদাত হোসেন তুহিন, ডা. ইমদাদুল হক শাকিল, ডা. শেখ বশির আহমেদ, ডা. আরমান কায়সার, মমেক ছাত্রদল নেতা মেহেদী হাসান ও নূর এ জাওয়াত রুতাব প্রমূখ।
পৃথক পৃথক এই বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “বিএনপি জনগনের দল। এই দলের জনপ্রিয়তায় ভীত একটি গোষ্ঠি নানা প্রোপাগান্ডা ছড়িয়ে দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
এ সময় বক্তারা আরও বলেন, “মিটফোর্ডে ব্যবসায়িক দ্বন্দ্বে হত্যাকান্ডের শিকার সোহাগ আমাদের যুবদল কর্মী। আমরা এই হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। কিন্তু একটি মহল এই ঘটনাটি পুজি করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। আগামীদিনে রাজপথে এই ষড়যন্ত্রকারীদের কঠোরভাবে মোকাবেলা করা হবে।”
বুধবার বিকালে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে প্রকাশ্যে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেঁতলে হত্যা করা হয় ভাঙারি ও পুরনো তারের ব্যবসায়ী মো. সোহাগ ওরফে লাল চাঁদকে। এরপর এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এই ঘটনায় পুলিশ ও র্যাব চারজনকে গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।
এ ঘটনার সঙ্গে জড়িত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পাঁচজনকে বহিষ্কারের কথা জানিয়েছে বিএনপি।
মো: আমান উল্লাহ আকন্দ/এসএমডব্লিউ