চাঁপাইনবাবগঞ্জে সড়কে ধান গাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে দীর্ঘদিন ধরে সড়ক নির্মাণ না হওয়ায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। দীর্ঘদিনেও সড়কটি নির্মাণ না হওয়ায় ব্যতিক্রমী এ কর্মসূচি পালন করেন তারা।
রোববার (১৩ জুলাই) বেলা ১২ টার দিকে নদী ও নদী জীবন উন্নয়ন সংস্থার ব্যানারে সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের চর দেবীনগর মরা নদী সংলগ্ন সড়কে স্থানীয়রা এ কর্মসূচি পালন করেন।
স্থানীয়রা জানান, ইউনিয়নের গোলাম মোহাম্মদ মোড় থেকে কামার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৫ কিলোমিটার সড়ক। কিন্তু বিগত দিনে সারাদেশে উন্নয়নের ছোঁয়া লাগলেও এই এলাকায় উন্নয়ন হয়নি। রাস্তাজুড়ে তৈরি হয়েছে ছোট ছোট গর্ত এবং কাদা ও হাটু পানি চলাচলে এলাকাবাসীর বেহাল দশা। ফলে এই এলাকার প্রায় ৩০ হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ অবহেলিত। এখনো রাস্তাটি অবহেলিত অবস্থায় পড়ে আছে। তাই এই ৫ কিলোমিটার রাস্তা পাকা করনের দাবিতে এই অভিনব প্রতিবাদ কর্মসূচী পালন করেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা ফারুক বলেন, “দীর্ঘ দিন যাবত রাস্তাটির বেহাল দশা। জনপ্রতিনিধিদের বারবার বলার পরও তারা রাস্তার সংস্কার কাজ করেনি। তাই আজ রাস্তায় ধান গাছের চারা লাগিয়ে প্রতিবাদ জানাচ্ছি।”
দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, “এই রাস্তাটি দীর্ঘদিন যাবত অবহেলিত অবস্থায় আছে। ২০১৩ বা ১৪ সালের দিকে একবার রাস্তার মাপ জোখ হয়েছিল কিন্ত দৃশমান কোন কাজ হয়নি। এলাকাবাসী তাই আজকে বিক্ষোভ করেছে। আমি অন্য কাজে ব্যাস্ত ছিলাম, পরে জানতে পেরেছি। বিষয়টি নিয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করব।”
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো: নুরুল ইসলাম বলেন, “বিষয়টি আপনার কাছেই জানলাম। বিষয়টি আরোও বিস্তারিত জেনে উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করব।”
উল্লেখ্য, এই এলাকায় পাঁচটি প্রাইমারী স্কুল, দুইটি হাইস্কুল, ৪টি মাদ্রাসা ও প্রায় ৩৫টি মসজিদ রয়েছে। এছাড়া শিক্ষার্থী রয়েছে প্রায় ৬ হাজার।
মো: আশিক আলী/এসএমডব্লিউ