জয়পুরহাটে নার্সিং ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ দিনের ছুটি ঘোষণা

জয়পুরহাটে নার্সিং ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার (১৬ জুলাই) ও আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) এই দুইদিন ছুটি ঘোষণা করা হয়।
একই সঙ্গে নার্সিং ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকালে ওই নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ আকলিমা খাতুন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকায় অবস্থিত ওই শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার খবরে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ আকলিমা খাতুন বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে ২৯৪ জন শিক্ষার্থী রয়েছেন। তাদের মধ্যে ২৪৩ জন শিক্ষার্থী আবাসিকে থাকেন। অগ্নিকাণ্ডের ঘটনার পর শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাদের অভিভাবকরা ছুটির জন্য আবেদন জানান। পরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী শনিবারে ইনস্টিটিউট খোলা হবে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আমরা ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটিকে পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে হঠাৎ বৈদ্যুতিক বোর্ড এলাকায় তারে আগুন লাগে। একটু পরপর বৈদ্যুতিক বোর্ড এলাকায় আগুনের ফুলকি দেয় এবং তীব্রভাবে আগুন জ্বলে ওঠে। পরে সেখান থেকে ধোঁয়া বের হতে শুরু করে। জয়পুরহাট জেনারেল হাসপাতালের স্টাফরা অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে যান। তারা বৈদ্যুতিক বোর্ড ভালোভাবে দেখেছেন। আগুনের ঘটনায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
চম্পক কুমার/আরকে