এনসিপির গাড়িবহরে হামলার প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফিরে যাওয়ার পথে তাদের গাড়ি বহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে এ অবরোধ কর্মসূচি শুরু হয়। এরপর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে অবরোধ উঠিয়ে নেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন। এ সময় ঢাকা-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই দিকের সড়কেই অসংখ্য যানবাহন আটকে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে আসেন সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা।

এ সময় সড়ক অবরোধ করে এনসিপি ও বৈষম্য বিরোধী নেতারা মুজিব বাদ মূর্দা বাদ, ইনকিলাব জিন্দাবাদ, দিল্লি না ঢাকা- ঢাকা-ঢাকা, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না। দিয়েছি তো রক্ত আরও দেবো রক্ত। গোলামি না আজাদী, আজাদী আজাদী, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না— ইত্যাদি স্লোগান দিতে থাকে।
রাজবাড়ী জেলার এনসিপির সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেন, জুলাই বিপ্লবের নেতৃবৃন্দ নতুন দেশ গড়তে জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জে গিয়েছিলেন। তাদের ওপর সন্ত্রাসী কায়দায় অতর্কিত হামলা করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্র লীগের সন্ত্রাসীরা। তারা যেহেতু গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে তাই আমরা কেন্দ্রের নির্দেশনায় সড়ক ব্লকেড করেছি।
রাজবাড়ী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর মাহমুদ সুজন বলেন, গোপালগঞ্জে আওয়ামী দোসররা এনসিপির নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জুলাই যোদ্ধাদের ওপর অতর্কিত হামলা কোনভাবে মেনে নেয়া হবে না। তাই আমরা আজ গোয়ালন্দ মোড় ব্লকেড করেছি।

রাজবাড়ী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. রাশেদুল ইসলাম রাশেদ বলেন, গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। এর প্রতিবাদে আমরা আজ রাজবাড়ী গোয়ালন্দ মোড়ে ব্লকেড ঘোষণা করেছি।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান বলেন, আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।
জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভা ছিলো। সেখানে দলটির কেন্দ্রীয় নেতারা এসেছিলো। তাদের এ পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশের একটি গাড়িতে আগুন দেয়। এরপর এনসিপি নেতাকর্মীরা দুপুরে টেকেরহাট হয়ে গোপালগঞ্জ জেলার সভাস্থলে যোগ দেন সংগঠনটির শীর্ষ নেতারা। সেখান থেকে সভা শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়ি বহর লক্ষ্য করে হামলা ও ভাঙচুর চালিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
মীর সামসুজ্জামান সৌরভ/এনটি