ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক পক্ষগুলোকে ধন্যবাদ জানালেন আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক পক্ষগুলো প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে। এনসিপির তরফ থেকে প্রতিবাদী সকল ফ্যাসিবাদবিরোধী পক্ষকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই। একই সাথে বাংলাদেশের আপামর ছাত্র-জনতা আজকের এই হামলার বিষয়ে যে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গা তাদের ভাবনার জায়গা। জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ যারা জুলাই গণঅভ্যুত্থানের সময় নেতৃত্ব দিয়েছিলেন, তাদের নিরাপত্তার বিষয়ে মানুষের চাওয়া পাওয়া এবং তাদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদী অংশগ্রহণকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই।
বুধবার (১৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন আরও বলেন, জুলাই পদযাত্রা শুরু করেছে এনসিপি। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগ শেষে আজকে ১৬তম দিনে গোপালগঞ্জ, মাদারীপুর এবং সৈয়দপুরে আমাদের নির্ধারিত পথসভা এবং পদযাত্রা কর্মসূচি ছিল। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় গোপালগঞ্জে পদযাত্রায় আমাদেরকে পদে পদে বাধা দেওয়া হয়েছে। পথ আটকে রাখা হয়েছে, সকালবেলায় পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে, পুলিশ সদস্যদের ওপর হামলা করে তাদেরকে আহত করা হয়েছে। একজন সরকারি কর্মকর্তা ইউএনওর গাড়িবহরে এবং তার ওপরেও হামলা করা হয়েছে।
এনসিপির সদস্য সচিব বলেন, রাস্তায় বিভিন্ন জায়গায় আওয়ামী সন্ত্রাসীরা, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা গাছ ফেলে দিয়ে পথ আটকানোর চেষ্টা করেছে। আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের ওপরে তারা গুলি বর্ষণ করেছে। আমরা যে জায়গাটিতে সমাবেশ করেছি ঠিক সেখানেই তারা কয়েক দফায় হামলা করেছে। আমাদের নেতাকর্মীদেরকে আহত করেছে। গাড়িবহরে আমাদেরকে হত্যার উদ্দেশে সশস্ত্র হামলা করেছে। আমাদের অনেকেই আহত অবস্থায় রয়েছেন।
আখতার হোসেন বলেন, বাংলাদেশের চারটি বিভাগ আমরা পদযাত্রা করেছি। আজকে ১৬তম দিনে আমরা যখন গোপালগঞ্জে এসেছি, তখন আগে থেকে প্রস্তুতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ সশস্ত্র কায়দায় তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। সারা বাংলাদেশে এর প্রতিবাদে আমরা শিক্ষার্থী, ছাত্র-জনতা এবং বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষকে মাঠে কর্মসূচি পালন করতে দেখেছি।
সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মিলন/আরএআর