বাংলাদেশে রাজনৈতিক ধারার পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না

জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে গণহত্যার বিচার ও গণহত্যায় জড়িত ফ্যাসিস্টদের রাজনীতি নিষিদ্ধকরণ এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে গণপদযাত্রা করেছে গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা। গতকাল শহরের পুরানথানা থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে পুরানথানায় এসে শেষ হয় এ পদযাত্রা।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, রংপুরে আবু সাঈদ, চট্টগ্রামে ওয়াসিমরা এই দিনে পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। তাদের সেই ত্যাগের ফলে এই আন্দোলন আরও বেগবান হয়, যোগ হয় নতুন মাত্রা, যার শেষ পরিণতি ফ্যাসিস্ট হাসিনার পতন। জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর হলেও এখনও জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব হয়নি। বাংলাদেশের ৫৩ বছরের রাজনৈতিক ধারার পরিবর্তনের কোনো লক্ষ্মণ দেখা যাচ্ছে না। সংস্কারের দৃশ্যমান কোনো অগ্রগতিও নেই।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আগামীর নির্বাচন হবে ব্যতিক্রম। এই নির্বাচনে বড় একটা অংশ তরুণ ভোটার রয়েছে, এই তরুণ ভোটার আগামীর নির্বাচনে ভোটের হিসাব পাল্টে দেবে। দেশের মানুষ গতানুগতিক রাজনীতির পরিবর্তন চায়। বিগত সময়ে যারা দেশ শাসন করেছে তাদের চরিত্র কেমন, জনগণ তা জানে। ক্ষমতা ও পেশিশক্তির রাজনীতি জনগণ আর দেখতে চায় না।
তিনি আরও বলেন, এখনও পরাজিত শক্তি আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা করছে, এর জন্য দায়ী প্রশাসনের নীরবতা। জুলাই গণহত্যায় জড়িত অসংখ্য আসামি ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতি নেই। গোপালগঞ্জে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও হামলা করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ ও হামলা করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। আমরা এই হামলার নিন্দা জানাই। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এমন হামলা কোনোভাবেই কাম্য নয়। আওয়ামী লীগ এতোদিন সুখে ছিল, আজকের হামলার পর এই মাশুল আওয়ামী লীগকে দিতে হবে।
আরও পড়ুন
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান উজ্জ্বল বলেন,এক বছরও গণহত্যার আসামিদের আটক করা হয়নি,এর দায় প্রশাসন কোন ভাবে এড়াতে পারে না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর দায় নিতে হবে। আওয়ামিলীগকে বিচারের আগে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না।
গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সহ-সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন— গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অভি চৌধুরী, সহসভাপতি শহিদুল ইসলাম শহিদ, মাসুদুল ইসলাম সোহেল প্রমুখ।
মোহাম্মদ এনামুল হক হৃদয়/এনএফ