গাজীপুরে করোনায় প্রাণ গেল ৩ জনের

গাজীপুরে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন মৃত্যুবরণ করেছেন। এ সময় নতুন করে ৩৫ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (১১ জুন) দুপুর ১২টায় গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ২৫০ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদরে ২২ জন, কালীগঞ্জে দুইজন, কালিয়াকৈরে একজন, কাপাসিয়ায় তিনজন এবং শ্রীপুরে সাতজন।
তিনি আরও জানান, এ পর্যন্ত জেলায় ৮৪ হাজার ৯১৫ জনের নমুনা পরীক্ষায় ১১ হাজার ৫৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদরে ৭ হাজার ৫৬৫ জন, কালীগঞ্জে ৮৪৮ জন, কালিয়াকৈরে ১ হাজার ১৭৭ জন, কাপাসিয়ায় ৭২৫ জন এবং শ্রীপুরে ১ হাজার ২২৫ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় নতুন তিনজনসহ ২২৩ জন মারা গেলেও সুস্থ হয়েছেন ১০ হাজার ২৯৮ জন।
শিহাব খান/এসপি