ইবির সহকারী প্রক্টরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী অধ্যাপক আলতাফ হোসেনকে হত্যার হুমকি দেওয়ায় ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর এমএম নাসিমুজ্জামানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর এক দিন আগে মঙ্গলবার (৫ জানুয়ারি) তাকে পদ থেকে অব্যাহতি দেয় ইবি কর্তৃপক্ষ।
বুধবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিষয়টি তদন্ত করে প্রতিবেদন পেশ করার জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
১ জানুয়ারি আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেনকে ‘খুনের হুমকি’ দেন সহকারী প্রক্টর এম এম নাসিমুজ্জামান।
আব্দুল লতিফ বলেন, ভুক্তভোগী শিক্ষকের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন ব্যবস্থাপনা বিভাগের ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছেন এবং এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন পেশ করবে।
প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, কমিটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মামুনুর রহমানকে আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. রেবা মণ্ডল।
জানা গেছে, ১ জানুয়ারি আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেনকে ‘খুনের হুমকি’ দেন সহকারী প্রক্টর এম এম নাসিমুজ্জামান।
এ ঘটনায় ওই দিন বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগী শিক্ষক। পরে ২ জানুয়ারি সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, প্রক্টর ও রেজিস্ট্রার বরাবর অভিযোগ করেন তিনি।
এদিকে মঙ্গলবার সহকারী প্রক্টর এমএম নাসিমুজ্জামানকে পদ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার আগে ৩ জানুয়ারি ওই সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে অপসারণ ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন একাধিক শিক্ষক-শিক্ষার্থী। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবাদের ঝড় তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পরে সোমবার অভিযুক্ত শিক্ষকের স্থায়ী আবাসিকতা বাতিলের দাবি জানান অন্য আবাসিক শিক্ষকরা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু বিচার করে উপযুক্ত শাস্তির দাবি জানান তারা।
এনএ