পদ্মার চরে সেনা অভিযানে অস্ত্র ও মাদকসহ কাকন বাহিনীর দুই সদস্য আটক

নাটোরের লালপুর উপজেলার মোল্লাপাড়া চরে সেনাবাহিনীর ১২ ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে কাকন বাহিনীর দুই সদস্যকে অস্ত্র ও মাদকসহ আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নাটোর ও পাবনার সেনা ক্যাম্পের যৌথ টহল দল এই অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন- কাকন বাহিনীর সদস্য আশরাফুল ইসলাম বাপ্পি (২৮) ও মেহফুজ হক সোহাগ (৩৯)।
আরও পড়ুন
অভিযানে তাদের কাছ থেকে একটি পাকিস্তানি রিভলভার (.২২ মিমি), একটি ভারতীয় পিস্তল (৭.৬৫ মিমি), একটি ডাবল ব্যারেল শাটার গান, ৪৮ রাউন্ড গুলি, ১৭টি দেশীয় অস্ত্র, বিপুল ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়াও জব্দ করা হয়েছে মাদক সেবনের সরঞ্জাম, মোবাইল ফোন, চেকবই, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, তিনটি ইঞ্জিনচালিত নৌকা এবং নগদ ১২ লাখ টাকার বেশি। অভিযান চলাকালে একটি মানুষের খুলি উদ্ধারের কথাও জানানো হয়।
অভিযান শেষে আটককৃতদের ও জব্দকৃত মালামাল লালপুর থানায় হস্তান্তর করা হয়।
লালপুর থানার ওসি মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কাকন বাহিনী লালপুর ও আশপাশের পদ্মা চরের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা এলাকায় ফসল লুট, মাছ ছিনতাই, চাঁদাবাজি ও নানা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
আশিকুর রহমান/এমএসএ