ভাসানচর থেকে পালিয়ে আসা ১২ রোহিঙ্গা কোম্পানীগঞ্জে আটক

ভাসানচর থেকে পালিয়ে আসা নারী-শিশুসহ ১২ রোহিঙ্গাকে আটক করেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা পুলিশ। তাদেরকে কক্সবাজার নেওয়ার কথা বলে কোম্পানীগঞ্জের চরএলাহী ঘাটে নামিয়ে দিয়ে যায় দালাল ও নৌকার মাঝিরা।
আটকরা হলেন খায়ের হোসেন (৩৫), রাশেদা (২৩), খতিজা (৮৩), মমিনা বেগম (২৬), ইউসুফ (৩৫), সিদ্দিক (২০), জুবাইদা (১৬), আবুল হায়েজ (১৩), শহীদ (৬), তারেক (৮), আরমান (১) ও ওমাহের (৪)।
রোহিঙ্গারা জানান, দালাল ও নৌকার মাঝিরা ১৭ হাজার টাকা চুক্তিতে তাদেরকে আগের বাসস্থান কক্সবাজারে দিয়ে আসার চুক্তি করে। কিন্তু শুক্রবার (১১ জুন) ভোরে কোম্পানীগঞ্জে চরএলাহীতে নামিয়ে দিয়ে চলে যায় তারা।
স্থানীয় আবদুল হালিম জানান, তাদের কতাবার্তায় সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দিয়েছেন তিনি। পরে পুলিশ আসলে জানতে পারেন তারা ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গা।
শুক্রবার (১১ জুন) বেলা ১১টায় তাদেরকে চরএলাহী ইউনিয়ন থেকে আটকের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।
তিনি বলেন, খবর পেয়ে থানা পুলিশ কোম্পানীগঞ্জের নদী উপকূলীয় দুর্গম চরএলাহীর ৩ নম্বর ওয়ার্ডের নদীর ঘাট এলাকা থেকে নারী-শিশুসহ ১২ রোহিঙ্গাকে আটক করেছে। আটকদের নোয়াখালী চিফ জুডিশিয়াল আদালতে প্রেরণ করা হবে।
হাসিব আল আমিন/এমএসআর