অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করায় বাবাকে জরিমানা

কুমিল্লার চৌদ্দগ্রামে ১৫ বছর বয়সী মেয়ের বিয়ের আয়োজন করায় কনের বাবাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বৈলপুর গ্রামে এই অভিযান পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।
স্থানীয়রা জানান, বরের পরিবারের কাছে মেয়ের প্রকৃত বয়স গোপন রেখে জন্মসনদ পরিবর্তনের চেষ্টা চালান কনের পরিবার। নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বাড়িয়ে ১৮ বছর দেখিয়ে বিয়ের আয়োজন করা হয়। তবে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে ভ্রাম্যমাণ আদালত। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে প্রকৃত জন্মনিবন্ধন দাখিল করতে বাধ্য হন কনের বাবা। তাতে দেখা যায়, মেয়েটির বর্তমান বয়স ১৫ বছর এবং সে নবম শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন
বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী, কনের বাবাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা ঢাকা পোস্টকে বলেন, নোটারিতে কোনো ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর ছিল না। যাচাইয়ে দেখা যায় মেয়েটির প্রকৃত বয়স ১৫ বছর। তাই বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবাকে বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
আরিফ আজগর/এমএসএ