মিষ্টিতে মশা-মাছি-তেলাপোকা, লাখ টাকা জরিমানা

নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, মিষ্টির গামলার ভেতরে ছোট-বড় তেলাপোকার বাচ্চা, মশা-মাছিসহ বিভিন্ন প্রকার পোকামাকড় থাকায় আল আমিন সুইটস অ্যান্ড বেকারিসহ ছয় প্রতিষ্ঠানকে ১ লাখ ১৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২১ জুলাই) দুপুরে চাটখিল বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান।
জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখার দায়ে পূর্বাণী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা, মোহাম্মদিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, আলাউদ্দিন সুইটসকে ২ হাজার টাকা, আল আমিন সুইটস অ্যান্ড বেকারিকে ৫০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে জিসান ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে শাহ আলম পোল্ট্রি ফার্মকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ঢাকা পোস্ট-কে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ফার্মেসি, পোল্ট্রি, বেকারি ও রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং স্থানীয় সরকার আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয়েছে। জরিমানার পর পোকামাকড়মিশ্রিত নোংরা ও অস্বাস্থ্যকর মিষ্টিগুলো জব্দ করে নষ্ট করা হয়। এছাড়া ভবিষ্যতে সংশোধনের জন্য কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
হাসিব আল আমিন/আরকে