পাবনায় কর্মী মোস্তাফিজের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

গত ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া কর্মী মোস্তাফিজুর রহমানের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী পশ্চিমপাড়া কবরস্থানে পৌঁছে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান জামায়াত আমির।
জানা গেছে, সকালে খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির আবু সাঈদের কবর জিয়ারত করে হেলিকপ্টার যোগে পাবনার ঈশ্বরদীর স্টেডিয়ামে অবতরণ করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর চর মিরকামারীর কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন। পরে মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বিকেলে উপজেলার আলহাজ টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত স্মরণসভায় যোগ দেওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের।
এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, নায়েবে আমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. ইকবাল হোসাইন, সেক্রেটারি আব্দুল গাফ্ফার খান, সাবেক জেলা আমির মাওলানা আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহ, এসএম সোহেল সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাকিব হাসনাত/আরএআর