প্রাইমারি হেলথকেয়ার শক্তিশালী করা জরুরি : জিয়াউদ্দিন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, একটি সুস্থ জাতি গঠনের জন্য প্রাইমারি হেলথকেয়ার ব্যবস্থা শক্তিশালী করা ছাড়া কোনো বিকল্প নেই। আমাদের লক্ষ্য হচ্ছে স্বাস্থ্যসেবাকে শহরের সীমা পেরিয়ে প্রত্যন্ত গ্রামের মানুষের ঘরের দরজায় পৌঁছে দেওয়া। একটি উন্নত জাতি গঠনে স্বাস্থ্যসেবার ওপরই ভিত্তি গড়ে ওঠে। তাই এই ব্যবস্থাকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার বড় প্রেমহার কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
জিয়াউদ্দিন হায়দার বলেন, কমিউনিটি ক্লিনিক হলো দেশের প্রান্তিক জনগণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এখানে যদি আমরা বিনামূল্যে, সহজ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে পারি, তাহলে দেশের স্বাস্থ্যখাত সত্যিকার অর্থেই এগিয়ে যাবে। স্বাস্থ্য শুধু চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সচেতনতা, প্রতিরোধ, পুষ্টি, মানসিক স্বাস্থ্য এবং সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের সমন্বিত একটি প্রক্রিয়া।
রোগীসেবা নিয়ে সরেজমিনে আলোচনা ও পরিদর্শনকালে তিনি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী, কর্মকর্তা ও সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তারুজ্জামান, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের উপপরিচালক ডা. খালিদ মাহমুদ শাকিল, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. নাসির উদ্দিন, ঝালকাঠির সিভিল সার্জন মো. হুমায়ুন কবিরসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
শাহীন আলম/আরএআর