সাভারে দুই পরিবহন শ্রমিককে কুপিয়ে জখম, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

সাভারে দুই পরিবহন শ্রমিককে কুপিয়ে জখম করার ঘটনায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।
বুধবার (২৩ জুলাই) রাতে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির ঢাকা পোস্টকে মামলার নিশ্চিত করেন। এর আগে দুপুরে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগীর বাবা ফজর আলী।
আহতরা হলেন- পরিবহন শ্রমিক শরীফুল ইসলাম (২৪) ও রবিউল ইসলাম রবিন (২৫)।
অপরদিকে অভিযুক্তরা হলেন- ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার (৩২), বিরুলিয়া ইউনিয়নের সামাইর গ্রামের মৃত রস্তম শিরালীর ছেলে আমির শিরালি (৬২), একই ইউনিয়নের কাকাবো গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে শাহিনুর রহমান শাহিন (৫৮), একই ইউনিয়নের নাইরাদি এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে তুহিল আহম্মেদ ও ঋষিপাড়া মহল্লার এনায়েত উল্লার ছেলের বিল্লাহসহ অজ্ঞাত ২০/২৫ জন।
আহত শরীফুলের বাবা ফজর আলী বলেন, শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় সাত্তার মার্কেটে বসে আমার ছেলে ও তার বন্ধু রবিউল চা খাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল করে ২০/২৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমার ছেলের ওপরে হামলা করে। পরে আমার ছেলের বন্ধু রবিউল এগিয়ে আসলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় আমি হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছি।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির ঢাকা পোস্টকে বলেন, বিরুলিয়ায় দুই যুবককে কোপানোর ঘটনায় ভুক্তভোগীর বাবা পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এ ঘটনায় পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন। তবে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
লোটন আচার্য্য/এমএন