সিলেটে চলছে পণ্য পরিবহন ধর্মঘট

সিলেটে পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে পণ্য পরিবহন ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে। বুধবার (৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে ‘পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ’ এর ডাকে ৪৮ ঘণ্টার এই পণ্য পরিবহণ ধর্মঘট শুরু হয়।
ধর্মঘটের কারণে বুধবার সকাল থেকে সিলেটে পণ্যবাহী ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সরেজমিনে সিলেট-ঢাকা মহাসড়কের পারাইচক, হুমাউন রশীদ চত্বর ও চণ্ডীপুল ঘুরে দেখা গেছে, রাস্তার পাশে শত শত ট্রাক দাঁড়িয়ে আছে।
ট্রাকচালক শরিফ মিয়া বলেন, গাড়ি বন্ধ করে বসে আছি। পাথর কোয়ারি না খোলা হলে আমাদের আন্দোলন চলবে। সিলেটে ট্রাকচালকরা বেশিরভাগই মূলত পাথর পরিবহন করেন।
পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন, সিলেটের ১৩ উপজেলার ১৮ পয়েন্টে পণ্য পরিবহন ধর্মঘট সমর্থন জানিয়ে সংগঠনের নেতারা অবস্থান করছেন।
ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক বলেন, সিলেটের প্রায় ১৫ লাখ লোক পাথর কোয়ারি থেকে পাথর আহরণ ও এই সংশ্লিষ্ট ব্যবসার সঙ্গে জড়িত। এখন তারা না খেয়ে থাকছেন। বাধ্য হয়ে আমরা এই কর্মসূচিতে এসেছি।
তিনি বলেন, ধর্মঘটের পাশাপাশি সিলেটের সব পাথর ভাঙা (স্টোন ক্রাশার) মিলও বন্ধ রয়েছে। ১৬ ডিসেম্বরের মধ্যে আমাদের দাবি না মানা হলে সিলেটবাসীকে নিয়ে বড় ধরনের কর্মসূচি পালন করব।
উল্লেখ্য, ৮ ডিসেম্বর এক সংবাদ বিবৃতিতে বৃহত্তর সিলেট পাথর সংশিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয়। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি আদালতের নির্দেশনায় সিলেটে পাথর উত্তোলন বন্ধ করে দেয় জেলা প্রশাসন।
এমএসআর