রাজবাড়ীতে ভ্যানচালক হত্যা মামলায় শাশুড়ি-পুত্রবধূ গ্রেপ্তার

রাজবাড়ীর বসন্তপুরে ভ্যানচালক রুপল শেখ ওরফে শাহিন শেখকে (২৭) পিটিয়ে হত্যার ঘটনায় শাশুড়ি-পুত্রবধূকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব। এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে বসন্তপুর ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের শামসুদ্দিন বিশ্বাসের স্ত্রী রাহেলা পারভিন (৪৯) ও রাকিবুল বিশ্বাসের স্ত্রী রেজমিন আক্তার তন্দ্রা (১৯)।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত রাহেলা পারভীন ও রেজিমন আক্তার তন্দ্রা সম্পর্কে তারা শাশুড়ি ও বউ। তারা দুজন ভ্যানচালক রুপল শেখের বুকে ইট দিয়ে আঘাত করে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব জানান, বসন্তপুরের রাজাপুরের ভ্যানচালক রুপল শেখ হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে। পরে পুলিশ এই হত্যা মামলা নিয়ে নিবিড়ভাবে তদন্ত শুরু করে। এই মামলায় জড়িত থাকায় আসামি হিসেবে রাহেলা পারভীন ও রেজিমন আক্তার তন্দ্রা নামের দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত ভ্যানচালক রুপল শেখ হত্যা মামলায় ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৪ জন এজাহার নামীয় ও ৪ জন তদন্তে প্রাপ্ত আসামি। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মীর সামসুজ্জামান সৌরভ/এমএন