সিলেটে এনসিপির পদযাত্রা শুরু

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সিলেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল ৫টা ২৫ মিনিটে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ জায়গা চৌহাট্টা থেকে শুরু হয় পদযাত্রাটি।
এরপর রিকাবীবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা ও জিন্দাবাজার হয়ে সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হবে। সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
পদযাত্রায় নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সচিব গোলাম মর্তুজা সেলিম, কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
এ ছাড়া সিলেট মহানগর সভাপতি ও জেলার বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাসুদ আহমেদ রনি/এএমকে