এনসিপির পদযাত্রা উপলক্ষ্যে ‘স্কুল বন্ধের ভুয়া নোটিশ’, পোস্ট করল কে?

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রকোণায় পদযাত্রা উপলক্ষে পুলিশ লাইনস স্কুল দুই দিন বন্ধ রাখার নোটিশ দেয় কর্তৃপক্ষ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে নিজেদের দেওয়া নোটিশকে ‘ভুয়া’ বলে দাবি করছে স্কুল কর্তৃপক্ষ।
আগামী রোববার (২৭ জুলাই) দুপুরে নেত্রকোণায় এনসিপির পদযাত্রা ঘিরে জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। ওইদিন শহরের পুরাতন কালেক্টরেট মাঠে পথসভা করবে দলটি।
এনসিপির কর্মসূচি উপলক্ষে আসা পুলিশ সদস্যরা ‘পুলিশ লাইনস স্কুলে’ অবস্থান করবেন জানিয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৪ জুলাই) একটি নোটিশ ওই স্কুলের ফেসবুক পেজে পোস্ট করা হয়। পোস্টে বলা হয়, জেলা পুলিশ পরিচালিত পুলিশ লাইনস স্কুলটি দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। শুক্রবার দুপুরে নতুন করে একটি ‘প্রতিবাদলিপি’ পোস্ট করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের দাবি, আগের নোটিশটি সঠিক নয়। রোববার ও সোমবার বিদ্যালয়ে যথারীতি ক্লাস হবে।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আবদুল খালেক স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছিল, রোববার নেত্রকোণায় এনসিপির পদযাত্রা উপলক্ষে নেত্রকোণায় আসা পুলিশ ফোর্স এই বিদ্যালয়ে অবস্থান করবে। এজন্য রোববার ও সোমবার বিদ্যালয় বন্ধ থাকবে। আগামী মঙ্গলবার থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে। ২৭ তারিখের পরীক্ষা ২৯ তারিখ অনুষ্ঠিত হবে। নোটিশটি বিদ্যালয়ের ফেসবুক পেজে পোস্ট করা হয়।
আরও পড়ুন
নোটিশটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবকরা মিশ্র প্রতিক্রিয়া জানান। তারা বলেন, এভাবে একটি রাজনৈতিক দলের সমাবেশের কারণে বিদ্যালয় ও শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ রাখা উচিত নয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আগামী রোববার নেত্রকোণায় দলটির সমাবেশ ঘিরে চার শতাধিক পুলিশ মোতায়েন করা হবে। এর মধ্যে ৬৬ জন পুলিশ সদস্য বাইরে থেকে আসবে। তাদের থাকার জন্য নেত্রকোণা পুলিশ লাইনস স্কুল বন্ধ ঘোষণা করে নোটিশ জারি করা হয়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক শুক্রবার সকালে এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এনসিপির সমাবেশ উপলক্ষে বাইরে থেকে বাড়তি পুলিশ আসবে, তাদের পুলিশ লাইনস স্কুলে থাকতে দেওয়া হবে। তাই বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বিদ্যালয়ে প্রায় ১০টির মতো বড় শ্রেণিকক্ষ আছে। আশা করি, থাকার সমস্যা হবে না।
তবে সমালোচনার মুখে একইদিন (শুক্রবার) বেলা ১১টার পর নতুন করে একটি ‘প্রতিবাদলিপি’ দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রধান শিক্ষকের স্বাক্ষরিত এই প্রতিবাদলিপিতে বলা হয়েছে, এনসিপির নেত্রকোনা আগমন উপলক্ষে একটি বিভ্রান্তিমূলক নোটিশ একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছে। এটি স্কুলের বিরুদ্ধে দুরভিসন্ধিমূলক ও বিভ্রান্তিকর একটি ষড়যন্ত্র। প্রকৃতপক্ষে এটি সঠিক নয়। আগামী রোববার ও সোমবার যথারীতি বিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা চলবে।
তবে, স্কুল কতৃপক্ষ পরিচালিত ফেসবুক পেজে ভুয়া নোটিশ কীভাবে আপলোড হলো তা জানতে প্রধান শিক্ষকের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেছেন, পুলিশ লাইনস স্কুলে পুলিশ অবস্থান করবে বলে পরীক্ষা স্থগিত ও বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, এই বিষয়টা সঠিক নয়। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়াতে হয়তো বলা হচ্ছে। স্কুল সঠিক নিয়মেই চলবে। আর বাইরে থেকে আসা ৬৬ জন পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে রাখা হবে।
চয়ন দেবনাথ মুন্না/এএমকে