শেরপুরে এনসিপির পদযাত্রা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

দেশজুড়ে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে ও দিনব্যাপী কর্মসূচিকে কেন্দ্র করে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
আজ রোববার (২৭ জুলাই) এই কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আশা করছে দলটি।
শেরপুর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) তান্না ইসলাম বলেন, সারা দেশে এনসিপির কর্মসূচি সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছে। শেরপুরের কর্মসূচিতেও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন বলে আমরা আশা করছি। ইতোমধ্যে প্রস্তুতির সব কাজ শেষের পথে।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টার দিকে শহীদ মাহবুব চত্বরে শ্রদ্ধা নিবেদন, পরে শহরের থানার মোড় পর্যন্ত পদযাত্রা এবং সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।
আরও পড়ুন
শেরপুর জেলা এনসিপির আহ্বায়ক লিখন মিয়া বলেন, জুলাই পদযাত্রায় উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা। আমরা শেরপুরবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার পর থেকে দলটির প্রতিটি কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি নিরাপত্তা দিয়ে আসছে।
শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, জুলাই পদযাত্রা ও সমাবেশ ঘিরে শেরপুরে পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি র্যাব, সেনাবাহিনী, বিজিবি ও এপিবিএন সদস্যরাও নিরাপত্তায় থাকবেন। সব ধরনের নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। আশা করছি কোনো সমস্যা হবে না।
নাইমুর রহমান তালুকদার/এমএসএ