মুন্সীগঞ্জে গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক জিলু রহমান (৪২) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় কুমিল্লামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিলু রহমান গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল অহিদ মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত ছিলেন।
জানা গেছে, শুক্রবার সকালে নিহত ওই পুলিশ সদস্য মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জ থেকে গজারিয়াতে তার নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। ঘটনাস্থল বালুয়াকান্দি এলাকা অতিক্রম করার সময় একইমুখী অজ্ঞাত একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে সটকে পড়ে। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্য নিহত হন।
বিষয়টি নিশ্চিত করেন ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বরেন, মোটরসাইকেলটি ধাক্কা দিয়েই অজ্ঞাত ওই গাড়ি পালিয়ে যায়। ওই পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ব. ম. শামীম/এএমকে