কলাবাগানে মিলল আগুনে পোড়া মরদেহ

জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলায় বস্তায় ভরা অবস্থায় আগুনে পোড়া এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের কাদোয়া বটতলী এলাকার একটি কলাবাগানে দগ্ধ অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। তাদের ধারণা, অন্য কোথাও হত্যার পর এখানে মরদেহ এনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ হবে। মরদেহের গায়ে একটি লাল গেঞ্জি ও পরনে কালো রঙের প্যান্ট রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাদোয়া বটতলী এলাকার ওই কলাবাগানের জমিটি আহসান হাবিব নামে এক ব্যক্তির। তিনি নওগাঁয় বসবাস করেন। বিষ্ণুপুর গ্রামের বিকাশ দেবনাথ জায়গাটি লিজ নিয়ে কলাবাগান করেছেন। তিনি কলাবাগানের পাশে পুকুরে মাছ চাষ করেন। রাতে কলাবাগানে আগুন জ্বলতে দেখে কাছে গিয়ে একজনকে পুড়তে দেখেন। পরে দ্রুত লোকজনকে জানান।
বিকাশ দেবনাথ বলেন, আমি রাত ৮টার পর পুকুরে মাছের খাবার দিতে এসে দেখি, কলাবাগানের আগুন জ্বলছে। তখন কাছে গিয়ে দেখি ৪ থেকে ৫ বস্তা লাড়কি ও পাতা রয়েছে। আর একটি বস্তায় একজন মানুষ পুড়ছে। এটি দেখে দ্রুত গ্রামের ভেতরে গিয়ে লোকজনকে খবর দেই। লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন। পরে পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে জেলা পুলিশের ক্রাইম অ্যান্ড অপসের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) মমিনুল ইসলামসহ থানা পুলিশ ঘটনাস্থলে যান।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থলে গিয়ে একজনের পোড়ানো মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। এ বিষয়ে তদন্ত চলছে।
চম্পক কুমার/আরকে