বকেয়া ভাতা দিলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারব

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে পাবনার পিটিআই শিক্ষার্থী ও শিক্ষকদের ডিপিএড ২০২০-২১ শিক্ষাবর্ষের বকেয়া ভাতা দ্রুত প্রাপ্তির দাবি জানানো হয়েছে।
রোববার (১৩ জুন) দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন পাবনা পিটিআই শিক্ষার্থী ও শিক্ষকরা। এ সময় ভাতা বন্ধ হওয়ায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
লিখিত বক্তব্যে তারা বলেন, আমরা ডিপিএড ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত পিটিআইতে সশরীরে উপস্থিত থেকে ক্লাসে অংশগ্রহণ করার পর করোনা মহামারির কারণে আমরা ২০২০ সালের ২১ এপ্রিল থেকে অইলাইন প্ল্যাটফর্মে ঘরে বসে ডিপিএড অনুশীলন কার্যক্রমে অংশগ্রহণ করি, যার স্পষ্ট নির্দেশনা রয়েছে নেপ কর্তৃক জারি করা প্রজ্ঞাপনে।
তারা বলেন, আমরা অনলাইনে ক্লাস করার জন্য প্রস্তুতি গ্রহণের জন্য প্রয়োজনীয় ইলেকট্রনিক ডিভাইস হাইপারফরম্যান্স ল্যাপটপ-অ্যান্ড্রয়েড মোবাইল কিনি। অনলাইন ভিডিও ক্লাস করার জন্য বেশি খরচ করে বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপন করি। আবার বিদ্যুৎ চলে গেলে ক্লাস চালু রাখার জন্য উচ্চ মূল্যের মাসিক মোবাইল ডেটা প্যাকেজ কিনি।
সব মিলিয়ে আমাদের অনলাইন ক্লাস করা বাবদ আয়ের বেশি ব্যয় করতে হয়েছে। এই ব্যয়ের বেশির ভাগই লোন করে করতে হয়েছে। যা আমাদের মাসিক বা সাপ্তাহিক কিস্তিতে পরিশোধ করতে হচ্ছে। ওই লোন পরিশোধ করতে গিয়ে সংসার চালাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। অনলাইন ভিডিও ক্লাস করতে এত অধিক পরিমাণ খরচ হবে, তা আমাদের ধারণা ছিল না।
তারা অভিযোগ করে বলেন, মাসিক ভিত্তিতে বরাদ্দকৃত প্রশিক্ষণ ভাতা থেকে ডিপিএড শিক্ষার্থীগণ অনলাইন শ্রেণিকার্যক্রমে সংযুক্ত থাকার ইন্টারনেট ব্যয় করেছি। এখন পর্যন্ত আমাদের কোনো ভাতা দেয়নি। দেশের অন্যান্য পিটিআই ৬ মাসের ভাতা পেয়ে থাকলেও আমরা পেয়েছি মাত্র ৩ মাসের।
পরবর্তী ধাপ ১ জুলাই ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত ৬ মাস ভাতার পাওয়ার কথা। আমরা ৯ মাসের ভাতা হাতে পাই নাই। যা ২০২১ সালের ১ জুলাই আমাদের হাতে পাওয়ার কথা এবং সেই সঙ্গে গত ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত আরও ৬ মাসের ভাতা বকেয়া হতে যাচ্ছে। পাবনাসহ দেশের ১০ পিটিআই ৩ মাসের ভাতা পেয়েছে। বাকি ৫৭টি পিটিআই পেয়েছে ৬ মাসের ভাতা। এখানেও আমাদের বঞ্চিত করা হয়েছে।
যে কারণে করোনাকালীন আমাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে জানিয়ে তারা বলেন, দ্রুত সব সমস্যার সমাধান করে বকেয়া ভাতা দিলে পরিবার-পরিজন নিয়ে ভালোভাবে থাকত পারব। অন্তত তাদের নিয়ে কোনোমতে সংসার চালাতে পারি, সেই আকুতি জানান তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মো. মনিরুজ্জামান খান মনির, মো. শফিকুল ইসলাম, মো. শাহ আলম, ফারুক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম, আসলাম উদ্দিনসহ পাবনা পিটিআইয়ের শিক্ষার্থী শিক্ষকরা।
রাকিব হাসনাত/এনএ