জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতের নির্বাচনী কর্মশালা

মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক নির্বাচনী দ্বায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলা অফিস চত্বরে উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর কেন্দ্রীয় মজলিশের শুরার অন্যতম সদস্য মাগুরা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এম বি বাকের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, জেলা অফিস সেক্রেটারী মোঃ খায়রুল ইসলাম, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারী ও শ্রীপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর মোঃ সাইফুল্লাহ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশী শক্তি দ্বারা নির্বাচন পছন্দ করে না। ভোটকেন্দ্রে এজেন্ট না থাকলে অন্যরা ভোট নিয়ে চলে যাবে, তাই আপনাদের সচেতন হতে হবে। ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা সদা সর্বদা সজাগ থাকবেন। যেকোনো পরিস্থিতিতে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত আছি। কর্মশালায় ওয়ার্ড, ইউনিয়ন, ও উপজেলা পর্যায়ের প্রায় ১০০ দ্বায়িত্বশীল উপস্থিত ছিলেন।
তাছিন জামান/এমটিআই