ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে আহত সেই শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে আহত পাঁচ বছর বয়সী শিশু সারাফাত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় আহত একই বয়সী জামিয়া নামের অপর শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত সারাফাত উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। আহত জামিয়া একই গ্রামের বিল্লাহ হোসেনের মেয়ে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে রাজধানী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সারাফাতের মৃত্যু হয়। এর আগে ওই দিন বেলা ১১টার দিকে জামালদী হাজী সিরাজুল হক স্কুল সংলগ্ন জামালদী-হোসেন্দী সড়কে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে হোসেন্দী-জামালদী সড়ক এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। পরে উপজেলা প্রাশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সড়ক থেকে অবরোধ তুলে নেন তারা।
পারিবারিক সূত্র জানা গেছে, সারাফাত ও জামিয়া তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই-বোন। বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে তারা বাসা থেকে বের হয়। এ সময় সামুদা কেমিক্যাল থেকে একটি ট্রাক জামালদী বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। ট্রাকটি দেখে তারা রাস্তার পাশে দেয়ালের দিকে সরে যায়। কিন্তু ট্রাকটি দেয়ালটিতে ধাক্কা দিলে ওই দুই শিশুর উপর ধসে পড়ে। এ সময় আশপাশ থেকে লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সারাফাত মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, ঘাতক গাড়িটি স্থানীয় জনতা আটকে রাখে। আমরা সেটি জব্দ করে থানায় নিয়ে এসেছি।
এদিকে সারাফাতের মৃত্যুতে গজারিয়া উপজেলার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
ব. ম শামীম/আরকে