মাছ ছিনতাইয়ের অভিযোগে সাবেক এমপির ছেলে আটক

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মঞ্জুর ছেলে মফিজুর রহমান সুমনকে (৪৫) মাছের গাড়ি ছিনতাইয়ের অভিযোগে আটক করেছে কটিয়াদী মডেল থানার পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (১০ আগস্ট) সকালে বাজিতপুর উপজেলার শাহরামপুর গ্রামের মাছচাষি আবু তাহের (৭৫) ২০ ড্রাম ভর্তি পাঙাশ মাছ টমটমে করে কটিয়াদীর চরিয়াকোনা স্বনির্ভর বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন। পথে বাজিতপুর বাজার সংলগ্ন বড় ব্রিজ অতিক্রমের সময় সুমন ও তার ৪-৫ জন সহযোগী গতিরোধ করে আবু তাহেরকে নামিয়ে দিয়ে গাড়িসহ মাছ ছিনতাই করে নিয়ে যায় তারা।
পরে আবু তাহের অন্য একটি গাড়িতে করে স্বনির্ভর বাজারে গিয়ে তাদের দেখতে পান এবং দ্রুত কটিয়াদী মডেল থানায় মৌখিক অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে এসআই মাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে সুমনকে আটক করে, যদিও তার সহযোগীরা মাছের গাড়ি নিয়ে পালিয়ে যান।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, অভিযোগকারী ও আটক ব্যক্তি উভয়েই বাজিতপুর থানার বাসিন্দা হওয়ায় সুমনকে বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাছচাষি আবু তাহের বলেন, আমার ২০ ড্রাম পাঙাশ মাছ জোরপূর্বক নিয়ে গেছে। সুমন আটক হলেও মাছ এখনও ফেরত পাইনি। থানায় মামলা করেছি।
বাজিতপুর উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির বলেন, অনেকেই এটাকে অতিরিক্ত ফায়দা নেওয়ার জন্য বিএনপির নাম জড়িয়ে দিতে চাচ্ছে। বাস্তবিক অর্থে সুমন বিএনপি বা এর অঙ্গসংগঠনের নেতা নন। তবে যেকোনো অন্যায়ের নিন্দা জানাই।
মোহাম্মদ এনামুল হক হৃদয়/এমএন