টেকনাফে বোনের স্বামীর ছুরিকাঘাতে যুবক নিহত

কক্সবাজারের টেকনাফে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আপন বোনের স্বামীর ছুরিকাঘাতে নুরুল আলম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১১ আগস্ট) রাত ৮টার দিকে হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত যুবক একই এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে , রাতে নুরুল ইসলামের মেয়ে টুম্পা মনির মাদকাসক্ত স্বামী মো. আব্দুল্লাহর সঙ্গে তার শ্বশুরবাড়িতে পারিবারিক সমস্যার সমাধানে বৈঠক হয়।
বৈঠকের এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে টুম্পার স্বামী আব্দুল্লাহ (২৯) নিজের শাশুড়িকে ছুরিকাঘাতের চেষ্টা করেন। এসময় উপস্থিত নুরুল আলম এগিয়ে এলে ছুরিকাঘাত তার গায়ে লাগে। এরপর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান ঘাতক আব্দুল্লাহ।
রক্তাক্ত অবস্থায় নুরুল আলমকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, নিহতের এক শিশু সন্তান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পারিবারিক বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে জানিয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, পারিবারিক বিরোধ মীমাংসার বৈঠক থেকে ঘটনার সৃষ্টি বলে প্রাথমিকভাবে জেনেছি। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
আরকে